আন্তর্জাতিক

আজমির শরিফের দরগায় চড়বে ওবামার চাদর

উপমহাদেশের মুসলমানদের জন্য অন্যতম পবিত্র স্থান দিল্লির আজমির শরিফে খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় চাদর চড়ানোর প্রথা চলে আসছে বহুদিন। এবারই প্রথম দক্ষিণ এশিয়ার বাইরে থেকে কোনো রাষ্ট্রপ্রধান এই দরগায় চাদর চড়ানোর আবেদন করলেন। তাও আবার খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চিশতি ফাউন্ডেশন-এর ডিরেক্টর সাইদ সালমান চিশতির হাতে এই মহার্ঘ্য চাদর এরইমধ্যে হস্তান্তর করেছেন দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা। চিশতি চাইছেন আজমিরকে একটি সুফি শহর হিসেবে গড়ে তুলবেন। উল্লেখ্য, বারাক হোসেন ওবামা ক্যথলিক খ্রিষ্টান হলেও তার বাবা এবং দাদা ছিলেন মুসলমান এবং তিনি বিভিন্ন সময় মুসলমান পারিবারিক আবহের সংস্পর্শে এসেছেন। মিশনারি স্কুলের পাশাপাশি মুসলিম স্কুলেও পড়েছেন ওবামা।এসআরজে

Advertisement