প্রবাস

পর্তুগালে স্বাধীনতা দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় পর্তুগালে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

Advertisement

স্থানীয় সময় রোববার সাড়ে ৯টায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের অনুষ্ঠান শুরু হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী।

দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান হাসান আব্দুল্লাহ তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে পর্তুগাল আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন।

Advertisement

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানান উপস্থিত অতিথিরা।

পরে দূতাবাসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী।

এ সময় পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, সাধারণ সম্পাদক শওকত ওসমান, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফোরামের সভাপতি রানা তসলিম উদ্দিন, পর্তুগাল আওয়ামী লীগের সহ-সভাপতি মিয়া ফরহাদ, দেলোয়ার হোসেন, পর্তু নর্থ বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক কাজল আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

Advertisement

অনুষ্ঠান শেষে একাত্তরে আত্মাত্যাগী শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ দূতাবাসের সহকারী কনস্যুলার কর্মকর্তা নুর উদ্দিন।

এমএমএ/জেআইএম