খেলাধুলা

টেস্ট জয়ই ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস এনে দিয়েছে : আকরাম

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটিং বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই প্রভাব বিস্তার করে জয় তুলে নেয় মাশরাফিরা। তবে এমন জয়ের আত্মবিশ্বাসটা টেস্ট জয় থেকেই এসেছে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং সাবেক অধিনায়ক আকরাম খান। আর একে বাংলাদেশের উন্নতির প্রমাণও বলছেন তিনি।

Advertisement

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। ওই ম্যাচের মধ্যাহ্ন বিরতির সময় আলাপকালে আকরাম খান বলেন, ‘এটা প্রমাণ করে বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে। শারীরিকভাবেও এগিয়েছে। আর টেকনিক্যালি আমাদের খেলোয়াড়রা সবসময়ই ভালো। সবচেয়ে বড় কথা, সিরিজের শুরুতে হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ওরা। প্রথম টেস্ট হারার পর পরের টেস্ট সাড়ে চারদিন ডমিনেট করেই জিতেছি। তখনই আমরা মানসিকভাবে এগিয়ে গিয়েছি।’

কলোম্বো টেস্ট হারার পর শ্রীলঙ্কার মিডিয়ায় অনেক নেতিবাচক কথা লিখা হচ্ছে দেশটির ক্রিকেট নিয়ে। এ কারণে তাদের ক্রিকেটাররাও চাপে ছিলেন বলে মনে করেন আকরাম, ‘শ্রীলঙ্কা কিন্তু অনেক চাপে ছিল। দ্বিতীয় টেস্ট হারার পর মিডিয়া বলেন, সবদিক থেকেই চাপে আছে। তবে বাংলাদেশ কিন্তু খুবই ভালো করেছে। বিশেষ করে টেস্টে যা দরকার তিন বিভাগেই ভালো করা। সেখানে আমরা ফিল্ডিং বলেন, ব্যাটিং এমনকি বোলিংও ভালো করেছি। দ্বিতীয় ইনিংসে মোস্তাফিজ দুর্দান্ত বোলিং করেছে, সাকিব ভালো বল করেছে। আর ব্যাটিং তো দেখেছেনই।’

তবে শ্রীলঙ্কানরা চাপে থাকলেও নিজেদের জয়কে ছোট করে দেখছেন না আকরাম, ‘কাল উইকেট কিন্তু তত ভালো ছিলো না। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো খেলেছে। প্রথম ১৭/১৮ ওভার ভালো করার পর ওদের স্পিনাররা কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল। তবে পরে সাকিব ও তামিম খুব ভালো ব্যাটিং করে ম্যাচ আমাদের দিকে নিয়ে এসেছে। ফিল্ডিং আর বোলিংটা খুব হয়েছে। সবচেয়ে বড় কথা পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে।’

Advertisement

প্রথম ওয়ানডে দাপটের সঙ্গে জয় পাওয়ায় এখন চারিদিকে গুঞ্জন লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে পারবে বাংলাদেশ। তবে আকরাম ভাবছেন না এসব নিয়ে, ‘প্রথম ওয়ানডেতে জিতে আমরা মানসিকভাবে খুব ভালভাবে এগিয়ে আছি। এখন ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ হলো দ্বিতীয় ম্যাচটা আমরা কিভাবে খেলছি। আমাদের এখন তৃতীয় ম্যাচ নিয়ে ভাবা উচিত নয়। তবে এভাবে খেলতে পারলে আমরা ভালো করবো।’

আরটি/আইএইচএস/জেআইএম