প্রবাস

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুহাম্মদ নুরুল মোস্তাফা (৩৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মার্চ) দেরা দুবাইয়ের বাংলা বাজার তিব্বত এলএলসির পাশের ভবনে এ ঘটনা ঘটে।

Advertisement

নুরুল মোস্তফা চট্টগ্রামের মীরসরাই উপজেলার জাফরাবাদ গ্রামের মুহাম্মদ আমির হোসেনের একমাত্র ছেলে। তিনি ২০১০ সালে আমিরাতে আসেন।

নুরুলের সহকর্মীরা জাগো নিউজকে বলেন, নুরুল মোস্তাফাসহ আমরা সবাই দুপুরে একসঙ্গে খাবার খেয়েছি, এরপর তিনি বাড়িতে কথা বলে বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলা দেখতে বসেন, হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত দুবাই হাসপাতালে নেয়া হলে বিকেল ৫টার দিকে মারা যান।

দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান জাগো নিউজকে জানান, নুরুলের যেহেতু আমিরাতের ভিসা নেই, তাই পাসপোর্ট কপি নিয়ে আসলে আমরা আউটপাস দিয়ে দেব।

Advertisement

নুরুলে মোস্তফার মামা মুহাম্মদ একরামুল হক জাগো নিউজকে বলেন, আল-আইনে থাকি, মৃত্যুর খবর শুনে দ্রুত দুবাইয়ে চলে এসেছি, পরিবারের একমাত্র সম্বল ছিল আমার ভাগ্নে।

বিএ/আরআইপি