স্পর্শকাতর কিছু ব্যবসা ব্যতীত অন্যান্য ব্যবসার ক্ষেত্রে আইন যথাসম্ভব শিথিল করে ব্যবসায়ীদের অনুকূল করে দেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।খসড়া জাতীয় শিল্পনীতি-২০১৫ চূড়ান্তকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ের এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। রোববার সরকারের শিল্প মন্ত্রণালয় ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে চেম্বার কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, যেকোনো নীতি প্রণয়নের পূর্বে সংশ্লিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা ও গবেষকদের নিয়ে এরকম সভা আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সরকারের সফলতার কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত কয়েক মাসে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা মন্দাভাব এসেছিল, কিন্তু বর্তমানে আমরা তা কাটিয়ে উঠছি। এখন কিছু স্পর্শকাতর ব্যবসা ব্যতীত অন্যান্য ব্যবসার ক্ষেত্রে আইন যথাসম্ভব শিথিল করে ব্যবসায়ীদের অনুকূল করে দেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।স্বাগত বক্তব্যে চেম্বার সভাপতি বলেন, শিল্প খাতের উন্নয়নে আধুনিক ও যুগোপযোগী শিল্পনীতি তৈরির লক্ষ্যে এর একটি খসড়া তৈরি করেছে শিল্প মন্ত্রণালয়। জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ২৮ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে এ নীতি করা হচ্ছে। বাংলাদেশকে শিল্পোন্নত দেশে পরিণত করতে সরকারের পরিকল্পনার একটি বিশেষ অংশ হলো এ শিল্পনীতির সফল বাস্তবায়ন। তিনি আরও বলেন, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বেসিক ব্যাংককে বিসিক-এর আওতায় নিয়ে আসা, সিলেটে বিসিকের বিভাগীয় কার্যালয় স্থাপন, নতুন শিল্প প্রতিষ্ঠানকে প্রথম ২ বছর কর ও ভ্যাটমুক্ত রাখা এবং পরবর্তী ৩ থেকে ৫ বছর পর্যন্ত ৫ শতাংশ হারে ভ্যাট আদায়ের বিধান করা, নারী উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রদানসহ বিভিন্ন প্রস্তাবাদি তুলে ধরেন।সভায় জাতীয় শিল্পনীতির বিভিন্ন দিক নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সলিমউল্লাহ। সভায় বক্তাগণ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান স্থাপনে সরকারের পক্ষ থেকে প্রণোদনা প্রদান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালু, শিল্প প্রতিষ্ঠান স্থাপনে আমলাতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক জটিলতা দূরীকরণ, নতুন শিল্পোদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাকরণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।সভায় আলোচিত সকল বিষয়ের উপর সার সংক্ষেপ বক্তব্য উপস্থাপন করেন বিল্ড এর সিইও বেগম ফেরদৌস আরা। এমজেড/একে/আরআইপি
Advertisement