বিপথগামীদের সুপথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আহ্বান জানিয়ে তিনি শিশু কিশোরদের উদ্দেশ্যে বলেছেন, ‘কোনভাবেই তোমরা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হবে না। আজকে যারা বিপথে যাচ্ছে আমি তাদেরকে আহ্বান করব, বিপথ ছেড়ে তারা যেন সৎ পথে ফিরে আসে। তাদের জীবন-জীবিকার জন্য যা প্রয়োজন আমাদের সরকার তা করবে।’
Advertisement
প্রধানমন্ত্রী বলেন, ‘কোনভাবেই তারা যেন আত্মহননের পথ বেছে না নেয়। জঙ্গিবাদ-সন্ত্রাসের পথ যেন বেছে না নেয়।’
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবসে শিশু-কিশোর সমাবেশে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘একটা কথা মনে রাখবে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সৌহাদ্যের ধর্ম। ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। ইসলামে কখনও মানুষ হত্যার কথা বলে নাই। বরং ইসলাম ধর্ম বলেছে আত্মঘাতী বা আত্মহনন মহাপাপ। এটি গুনাহর কাজ। যারা আত্মহনন করে তারা কখনও জান্নাতে যায় না, জাহান্নামে যায়।’শিশু-কিশোর সমাবেশে হাস্যজ্জ্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Advertisement
শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘শিশু-কিশোররা বাবা-মায়ের কথা শুনবে, অভিভাবক-শিক্ষকের কথা শুনবে। সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকে জড়াবে না।’ তাদের প্রতি দোয়া ও আর্শীবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়বে, সুন্দর জীবন গড়বে।’
তিনি বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। এটা চলবে এবং কঠোর হাতে তা আমরা দমন করব।’
আজকের প্রজন্ম আগামী দিনের সোনার বাংলার গড়ে তুলবে এ আশা প্রকাশ করে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, দেশের অগ্রযাত্রাকে কেউ যাতে বাধাগ্রস্ত করতে না পারে- সেদিকে সবাইকে সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী।
অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সবার প্রচেষ্টায় আমাদের ছেলে-মেয়েরা যেন উন্নত জীবন পায়, সৎ চরিত্রের হয়, মানুষের মতো মানুষ হয়। আজকের প্রজন্মই আগামী দিনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে।’
Advertisement
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি যেমন প্রধানমন্ত্রী হয়েছি; আজকে যারা শিশু, আগামী দিনে তাদের মধ্যে থেকেই কেউ না কেউ প্রধানমন্ত্রী হবে।’
প্রধানমন্ত্রীর ভাষণ শেষে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করে। এ সময় প্রধানমন্ত্রী তাদের সালাম গ্রহণ করেন।
এরআগে সকালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পৌঁছালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তাকে স্বাগত জানান।
এইচএস/এসআর/এমএস