প্রবাস

আমিরাতে স্বাধীনতা দিবসে আলোচনা সভা

সংযুক্ত আরব আমিরাতে একাত্তরের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

Advertisement

২৬ মার্চ দিবসের প্রথম প্রহরে আমিরাতের রাস আল-খাইমাহ সেলিম হোটলে অস্থায়ী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে রাস আল-খাইমাহ সিটি ক্লাব।

পরে সেখানে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও একাত্তরের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

মুহাম্মদ হারুনের পরিচালনায় সভায় রাকসিটি ক্লাবের প্রকৌশলী মহিউদ্দীন বেলাল রনির সভাপতিত্বে এ আয়োজনে অংশ নেন রাস আল-খাইমাহ বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক এম এ মুছা, সংগঠক জয়নুল হক, নুর হোসেন, ক্লাবের সদস্য মোহাম্মদ হোসেন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ দিদার, মনসুর আলম, মজাহার, আলমগীর, কবির, ইব্রাহীম, আশরাফুল, আজম, নজরুল ইসলাম, রুবেল, মনসুর, সেলিম প্রমুখ।

Advertisement

সভা শেষে বঙ্গবন্ধু, সব শহীদ এবং সিলেটে বোমা বিস্ফোরণে নিহতদের জন্য দোয়া করা হয়।

এসআর/এমএস