সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও বাণিজ্যিক রাজধানীতে অবস্থিত দুবাই বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে গণহত্যা দিবস পালিত হয়েছে।
Advertisement
শনিবার (২৫ মার্চ) সকালে আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে আবুধাবির বাংলাদেশ দূতাবাস মিলনাতনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়। পরে আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, শওকত আকবর, আশীষ বড়ুয়া, মহিউদ্দিনসহ আমিরাতে বাংলাদেশি পতাকাবাহী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা বক্তব্য রাখেন।
এদিকে, কনসাল জেনারেল এস বদিরুজ্জামানের সভাপতিত্বে কনস্যুলেটের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কনস্যুলেটের কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।
Advertisement
কনস্যুলেটের প্রথম সচিব (পলিটিক্যাল) প্রবাস লামারংয়ের পরিচালনায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কর্মাশিয়াল কাউন্সিলর ড এ কে এম রফিক আহমেদ ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কনস্যুলেটের লেবার কাউন্সিলর এএসএম জাকির হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান, ভাইস কনস্যুলার মেহেদুল ইসলাম, কনস্যুলেটের প্রথম সচিব নূর ই মাহবুবা জয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিমান দুবাইয়ের রিজিওনাল ম্যানেজার শামসুল করিম, জনতা ব্যাংক দুবাই শাখার ম্যানেজার সৈয়দ মুশফিকুর রহমান, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী, কাউসার নাজ নাসের প্রমুখ উপস্থিত ছিলেন।
এসআর/এমএস
Advertisement