সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে শুক্রবার (২৪ মার্চ) ভোর থেকে আজ শনিবারও থেমে-থেমে আবার কোথাও কোথাও মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। আমিরাত আবহাওয়া অধিদফতর সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, এ ভারী বৃষ্টিপাত আগামী সোমবার (২৭ মার্চ) পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Advertisement
বৃষ্টিতে আমিরাতের অনেক সড়কে পানি জমে গেছে। বৃষ্টিপাতে দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচলের সময় সূচি বিঘ্ন ঘটেছে। আমিরাতের বিভিন্ন স্থান বৃষ্টির পানিতে নিমজ্জিত হওয়ায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।
এদিকে শুক্রবার ভোর থেকে বৃষ্টির সঙ্গেসঙ্গে শিলাবৃষ্টি ও মাগরিবের দিকে আকাশে বিদ্যুৎ চমকেছিল। আমিরাত আবহাওয়া অধিদফতর দুবাই, আবুধাবি, শারজাহ, আজমান এবং রাস আল খাইমাহ অঞ্চলের অন্তর্ভুক্ত চালকদের মনোযোগ সহকারে ধীরে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে।
জেডএ/এমএস
Advertisement