প্রবাস

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি ডেনমার্ক প্রবাসীদের

২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়েছে ডেনমার্ক প্রবাসী বাংলাদেশিরা। শনিবার (২৫ মার্চ) ড্যানিশ পার্লামেন্টের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এছাড়া ‘গণহত্যা দিবস’কে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে ড্যানিশ পার্লামেন্টের সচিবের নিকট স্মারকলিপি প্রদান করেন।মোমবাতি প্রজ্জলন শেষে বক্তারা বলেন, ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধার স্মারক এবং পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধুর সরকার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩ প্রণয়ন করেছিল। অনেকের বিচার সম্পন্ন হয়েছিল। কিন্তু পরবর্তীকালে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের মুক্তি এবং বিচারকাজ বন্ধ করে দেন।১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের সর্বাত্মক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, জাহাঙ্গীর আলম, ডেনমার্ক যুবলীগ সভাপতি জামিল আখতার কামরুল, সাধারণ সম্পাদক আমির জীবন, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব মোতালেব হোসেন ভূঁইয়া, ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, ডেনমার্ক আওয়ামী লীগের হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, আবদুল আল জাহিদ, শোয়েব আহমেদ, রিয়াদ হোসেন, ফয়সাল হোসেন, জামশেদ রহমান, ইমরান হোসেন, সুবীর, শাওন, কোহিনূর, মুকুল, সাগর, তানভীর শুভ, সুকান্ত দে, আসিফ মুস্তারিন, সুমন বিশ্বাসসহ ডেনমার্কের সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।আরএস

Advertisement