ভূমধ্যসাগরে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে। এবারও সেই লিবিয়ার অধিবাসীরাই মাঝ সমুদ্রে ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ৭০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতালীয় দ্বীপ ল্যাম্পেদুসা থেকে ১৯৩ কিলোমিটার দক্ষিণে ও লিবিয়া উপকূল থেকে ৯৬ কিলোমিটার উত্তরে জাহাজটি ডুবে যায় বলে জানা গিয়েছে।প্রতিবছরই আফ্রিকা থেকে বহু মানুষ এই নৌকায় চড়ে অবৈধভাবে ইউরোপের দেশগুলিতে যাত্রা করেন। এ সময় আবহাওয়া ভালো থাকায় মানুষ পাচারের হিড়িক পড়ে যায়। নৌকার যাত্রীরা বেশিরভাগই সাব-সাহারান আফ্রিকার বাসিন্দা।এর আগে শনিবার মধ্যরাতে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের দক্ষিণে লিবিয়ার জলসীমায় ৪০০ যাত্রী নিয়ে একটি জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় ২৮ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বেশিরভাগ যাত্রীই মারা গেছেন বলে ইতালীয় কোস্টগার্ড সূত্রে জানা গিয়েছে।প্রসঙ্গত, চলতি সপ্তাহে এই ভূমধ্যসাগরেই আফ্রিকান অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৪০০ জন প্রাণ হারান। এই নিয়ে একবছরে ১৫০০ জনের বেশি মানুষ ভূমধ্যসাগরে ডুবে মারা গেলেন। লিবিয়ার সীমান্ত থেকে খুব কাছেই ইউরোপের দেশ ইতালি।সাব-সাহারান আফ্রিকার অধিবাসীরা তাই অনেকসময়ই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইউরোপে অভিবাসনের চেষ্টা চালিয়ে থাকেন। এই চক্র ঠেকাতে দুই দেশের সরকার উদ্যোগী হলেও অবৈধ অভিবাসন অনেকসময়ই ঠেকানো যাচ্ছে না।বিএ/আরআই
Advertisement