খেলাধুলা

তামিম-মাশরাফিকে প্রধানমন্ত্রীর ফোন

ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তামিম ইকবালের অসাধারণ সেঞ্চুরিতে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার দারুণ এক উপহার দিয়েছে টাইগাররা। বাংলাদেশের এই অসাধারণ জয়ের পর মাশরাফি এবং তামিম ইকবালকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাম্বুলায় জয়ের পর দলের সেরা এই দুই ক্রিকেটারকে ফোন করেন প্রধানমন্ত্রী। ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিম-মাশরাফিকে পরামর্শ দেন জয়ের ধারা অব্যাহত রাখার জন্য।

Advertisement

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ফোনের বিষয়ে তামিম বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে ফোন পাওয়া অনেক বড় ব্যপার। দেশের প্রধানমন্ত্রী যখন ফোন করেন, তখন শুধু ভালোই লাগে না অনেক বড় অনুপ্রেরণা পাই এবং উজ্জীবিত হই।’প্রসঙ্গত, এর আগে কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারানোর পরও জয়ের নায়ক তামিম-সাকিব এবং অধিনায়ক মুশফিককে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।আইএইচএস/আরএস