দেশজুড়ে

‘আত্মঘাতী’ বোমায় পুলিশ-ছাত্রলীগ কর্মীসহ নিহত ৩

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অভিযান ‘টোয়াইলাইট’র পাশে কয়েক দফা বোমা বিস্ফোরণে আদালত পরিদর্শক এবং ছাত্রলীগ কর্মীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় র‌্যাব-পুলিশ, সাংবাদিকসহ আরও ৪০ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলের’ ২০০ গজ দূরে গোটাটিকর মাদরাসা সংলগ্ন এলাকায় দুই দফা ‘আত্মঘাতী’ বোমা হামলার ঘটনা ঘটে। প্রথম দফায় ফটো সাংবাদিক আজমল আলীসহ ছয়জন আহত হন। দ্বিতীয় দফা হামলায় র‌্যাব ও পুলিশ কর্মকর্তাসহ আহত হন আরও ৩৪ জন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

সন্ধ্যায় সেনাবাহিনীর প্রেস ব্রিফিং শেষে বেরিয়ে আসার পথে এ বোমা হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলায় দক্ষিণ সুরমা এলাকার আওয়ামী লীগ নেতা আওলাদ মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী অহিদুল ইসলাম অপু (২৫) এবং পুলিশের আদালত পরিদর্শক (সিএসআই) আবু কয়ছর মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে অন্যজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।ঘটনাস্থলে র‌্যাব-পুলিশ যাওয়ার পর আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে পরিদর্শক মনিরুল ইসলাম, দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশীদ, নজিম, রাসেল, ওয়াহিদুল, ইসলাম আহমদ পাপ্পু, নুরুল আলম, বিপ্লব, ছাত্রলীগ নেতা ফাহিম, হোসেন, আবদুর রহিম, ফখর উদ্দিন, মামুন, রহিম, মোস্তাক, ফারুক মিয়া, সালাউদ্দিন সিপার, ইমনসহ আরও ৩৪ জন গুরুতর আহত হন। প্রথম দফার হামলায় ছয়জন আহত হন।

জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালে এ হামলার ঘটনা ঘটল। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি