খেলাধুলা

৭২ রান করে আউট হয়ে গেলেন সাকিব

ইনিংসের শুরুতে ঝড়ো ব্যাটিং করে প্রথম হাফ সেঞ্চুরি করেছিলেন সাব্বির রহমান। এরপর হাফ সেঞ্চুরি করে সেটিকে সেঞ্চুরিতে রূপান্তরিত করেছেন ওপেনার তামিম ইকবাল। এ দু’জনের দেখাদেখি ব্যাট হাতে ঝলক দেখাচ্ছেন সাকিব আল হাসানও। তিনি পৌঁছে গেলেন হাফ সেঞ্চুরির মার্কে। ৬১ বলে ক্যারিয়ারের ৩৩তম হাফ সেঞ্চুরি পূরণ করেন সাকিব। এরপর ৭১ বলে ৭২ রান করে আউট হয়ে যান সাকিব।থিসারা পেরেরার বলে ৪৪তম ওভারের দ্বিতীয় বলকে শট ফাইন লেগে ঠেলে দিয়েই হাফ সেঞ্চুরি পূরণ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে এটা আবার সাকিব আল হাসানের চতুর্থ হাফ সেঞ্চুরি।

Advertisement

মুশফিক আউট হওয়ার পর মাঠে নামেন সাকিব। জুটি বাধেন তামিম ইকবালের সঙ্গে। এ দু’জনের শতোর্ধ্ব জুটির ওপর ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু ১৪৪ রানে ভাঙে দু’জনের জুটি। সাকিবের ইনিংস সাজানো ছিল ৪টি বাউন্ডারি এবং ১টি ছক্কায়।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৪৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭৭। তামিম ইকবাল ১১৬ এবং মোসাদ্দেক হোসেন সৈকত ছিলেন ৫ রানে।আইএইচএস/

Advertisement