বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ঘটনাস্থল পরিদর্শনে করেছে মতিঝিল থানা পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল থানার কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে যান।
Advertisement
শুক্রবার সকালে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নুরুল ইসলাম মতিঝিল থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।এ বিষয়ে তদন্ত করার জন্য পুলিশ কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকে যান বলে থানা সূত্রে জানা গেছে।
মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) ইব্রাহিম জানান, বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনার জিডি নং-১৫৭৩।
উল্লেখ, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনের ১৪ তলায় বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘটনায় রাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আগুনে ক্ষয়ক্ষতি ও কারণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রধান ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামালসহ অপর দুই সদস্য হলেন ব্যাংকের মহাব্যবস্থাপক লে. কর্নেল (অব.) মো. মাহমুদুল হক খান চৌধুরী ও তফাজ্জল হোসেন। কমিটি আগামী ২৮ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হযেছে।
Advertisement
একই ঘটনায় আলাদা করে ফায়ার সার্ভিস কর্তৃক আলাদা একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ঢাকার ডেপুটি ডিরেক্টর (ডিডি) সমেরন্দ্র নাথ বিশ্বাসকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এসআই/এআরএস/এমএস