দেশজুড়ে

অ্যাসিড নিক্ষেপের দায়ে ১৪ বছরের কারাদণ্ড

বাগেরহাটে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের দায়ে তিনজনকে ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সাথে আদালত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রোববার দুপুরে বাগেরহাট অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান ওই আদেশ দেন।কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন- মোল্লা মাসুদ রানা (৩১), মোস্তফা উচস্থা (৩৪) ও হান্নান শেখ (৩৪)। তবে আসামিরা সবাই পলাতক রয়েছেন।আদালত সূত্রে জানা গেছে, বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া গ্রামের ওই গৃহবধূকে আসামিরা দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন। ওই গৃহবধূর স্বামীর নাম জাকির হোসেন। ২০১০ সালের ৯ নভেম্বর রাতে আসামিরা গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে তুলে নেওয়ার চেষ্টা করেন। তিনি চিত্কার করলে আসামিরা তাঁর ওপর অ্যাসিড নিক্ষেপ করেন।১১ নভেম্বর ওই গৃহবধূ বাদী হয়ে ফকিরহাট থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে ফকিরহাট থানায় একটি মামলা করেন।

Advertisement