আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান সপ্তম। টাইগারদের সংগ্রহ ৯২ রেটিং। বাংলাদেশের ঠিক ওপরে তথা ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তাদের ভাণ্ডারে জমা আছে ৯৮ পয়েন্ট। আর মাশরাফি বিন মর্তুজার দলের পরের অবস্থান তথা অষ্টম স্থানে রয়েছে পাকিস্তান। সরফরাজ আহমেদের দলের পুঁজি ৮৯। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজটি গুরুত্বপূর্ণ। এই সিরিজ জিতলে র্যাংকিংয়ে এগিয়ে যাবে মাশরাফি বিন মর্তুজার দল। শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জিততে পারলে বাংলাদেশ দল উঠে যাবে র্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে। লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে পারলে দু`দলের রেটিং হবে সমান, ৯৬। তবে ভগ্নাংশের হিসেবে বাংলাদেশ এগিয়ে থাকবে। আর তাতে লঙ্কানদের পেছনে ফেলে ওয়ানডে র্যাংকিংয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত হবে টাইগারদের। সেটা হলে ২০১৯ বিশ্বকাপের খেলাও সহজ হয়ে যাবে বাংলাদেশের।কাজটা বড্ড কঠিনই। তবে অসম্ভব নয়। ব্যাটিং-ফিল্ডিং-ফিল্ডিং; এই তিন বিভাগেই বাংলাদেশকে ভালো করতে হবে। তবে সিরিজ শুরুর আগে মাশরাফি জানালেন, র্যাংকিং আর বিশ্বকাপ নিয়ে ভাবছেন না তিনি। এই ভেবে বাড়তি চাপ বাড়াতে নারাজ টাইগার দলনেতা।ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘ওইটা (র্যাংকিং) মাথায় রাখলে চাপ বেড়ে যাবে। তখন স্বাভাবিক খেলা কঠিন হবে। আমরা যদি স্বাভাবিক খেলা খেলি, যেভাবে খেলে সাতে এসেছি, তখন কিন্তু এটা ভাবিনি। এছাড়া শুধু ২০১৯ বিশ্বকাপের চিন্তা নিয়ে থাকলে সেটা আমাদের ওপর চাপ হয়ে যাবে। আমি মনে করি খেলাটাই উপভোগ করছে খেলোয়াড়রা। দীর্ঘদিন দেশের বাইরে ওয়ানডে না খেলার পর আমরা নিউজিল্যান্ডে তিনটি খেলে তিনটিই হেরেছি। সুতরাং এখানে আমাদের ভালো খেলতে হবে।’টিম বাংলাদেশকে নিয়ে আত্মবিশ্বাসী মাশরাফি। ভালো করতে চান তিন বিভাগেই, ‘আমাদের ব্যাটিং লাইনটা বেশ দৃঢ়। তবে ওয়ানডে জিততে চাইলে তিন বিভাগেই ভালো খেলতে হবে। সব মিলিয়ে, শুধু ব্যাটিং নয়, সব বিভাগেই লঙ্কানদের বিপক্ষে ভালো খেলতে হবে। ওদের দলে বেশ কয়েকজন বোলারও আছে। সব দিকেই তাই নজর রাখতে হবে।’এনইউ
Advertisement