খেলাধুলা

এশিয়া কাপ আরচারিতে শ্যামলীর ব্রোঞ্জ

এশিয়া কাপ ও ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারির স্টেজ-২ এর রিকার্ভ এককে ব্রোঞ্জ পেয়েছেন বাংলাদেশের শ্যামলী রায়। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের নারী আরচার ৬-৪ সেটে হারিয়েছেন ফিলিপাইনের নিকোল ম্যারি ট্যাগলকে।

Advertisement

রিকার্ভ ডিভিশনে মিশ্র দলগত ইলিমিনেশনের ১ম রাউন্ডে বাংলাদেশের রুমান সানা ও শ্যামলী রায়  ৫-১ সেটে জাপানকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নিত হয়। তবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ দল চাইনিজ তাইপের কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে যায়।

কম্পাউন্ড ডিভিশনের মিশ্র দলগত ইলিমিনেশনের ১ম রাউন্ডে বাংলাদেশ আবুল কাশেম মামুন ও রোকসানা আক্তার ১৫৬-১৪১ পয়েন্টে মালয়েশিয়ার কাছে পরাজিত হয়।

শনিবার রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা দলগত ইলিমিনেশন রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আরচারি দল রাতেই ঢাকার উদ্দেশে রওনা হবে।

Advertisement

আরআই/এনইউ/পিআর