খেলাধুলা

আগামী ব্যালন ডি’অর জিতবেন নেইমার!

বার্সেলোনা ফরোয়ার্ড নেইমার ডি সিলভা দিনে দিনে নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। কখনও নিজে গোল করে কিংবা কখনও গোল করিয়ে দলের জয়ে রাখছেন প্রত্যক্ষ ভুমিকা। মাত্রই তো কয়েকদিন আগে পিএসজির বিপক্ষে বার্সেলোনার ৬-১ গোলের ঐতিহাসিক জয়ে একক ভুমিকা রেখেছিলেন তিনি। ২টি গোল করার পাশাপাশি করিয়েছেন ২টি। মেসি নিজেই যেন ঢাকা পড়েছেন নেইমারের ছায়ায়।

Advertisement

বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা যখন মাঠে, আর্জেন্টিনা এবং ব্রাজিল যখন বিশ্বকাপ বাছাই পর্বে যোগ্যতা অর্জনের জন্য লড়াই করতে মাঠে নামছে তখনও পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছেন নেইমার। লিওনেল মেসি যখন পায়ের তলায় মাটি খুঁজে বেড়াচ্ছেন, তখন নেইমার পুরো দস্তুর দলের কাণ্ডারি। উরুগুয়ের বিপক্ষে একটি অসাধারন গোল নিজে করেছেন। করিয়েছেন একটি। তবে পুরো ম্যাচে যেভাবে খেলেছেন, তাতে উরুগুয়ে অধিনায়ক দিয়েগো গোডিন নেইমারের প্রশংসা না করে থাকতে পারলেন না।

ব্রাজিলিয়ান অধিনায়ক এবং ডিফেন্ডার মিরান্দা উরুগুয়ের বিপক্ষে নেইমারের খেলা দেখে রায় দিয়ে দিলেন, ‘মেসি-রোনালদোদের ছাপিয়ে আগামী ব্যালন ডি’অরটা জিতবেন নেইমারই।’

ব্রাজিলের হয়ে ৭৬ ম্যাচ খেলে ইতিমধ্যে ৫১টি গোল করে ফেলেছেন নেইমার। উরুগুয়ে গোলরক্ষক মার্টিন সিলভার মাথার ওপর দিয়ে দারুণ এক চিপে যে গোলটি তিনি করেছেন, সেটিতে অবদান ছিল মিরান্দার। অথচ ম্যাচে হ্যাটট্রিক করেছেন পওলিনহো। তবুও নেইমারের প্রশংসায় মাতলেন মিরান্দা। তিনি বলেন, ‘আমার মনে হয় বর্তমান সময়ের সবচেয়ে সেরা খেলোয়াড় হচ্ছে নেইমার। আমার বিশ্বাস, আগামী ব্যালন ডি’অরটা সেই জিতবে।’

Advertisement

আইএইচএস/পিআর