আন্তর্জাতিক

লন্ডনের হামলাকারী শনাক্ত

যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের কাছে বুধবার চালানো সন্ত্রাসী হামলাকারীর পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশ বলছে, হামলাকারীর নাম খালিদ মাসুদ।

Advertisement

স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে চালানো ওই হামলায় শেষ পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন।

৫২ বছর বয়সী খালিদ মাসুদের জন্ম কেন্টে। কিন্তু তিনি বসবাস করতেন ওয়েস্ট মিডল্যান্ডসে। গতকাল হামলার পর পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন।

পুলিশ বলছে, খালিদ মাসুদ সবসময় ঠিকানা পরিবর্তন করতেন।

Advertisement

গতকালের হামলার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে লন্ডন পুলিশ। বার্মিংহামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গত বুধবার পার্লামেন্ট ভবনের কাছে ওয়েস্টমিনিস্টার ব্রিজে গাড়ি চাপা দিয়ে তিনজনকে হত্যার পর আরেক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেন মাসুদ। এদের মধ্যে নিহত কেইথ পালমার (৪৮), আয়শা ফ্রেড, আমেরিকান পর্যটক কার্ট কোচরান (৫৪) বুধবারই মারা যান। বৃহস্পতিবার মারা যান ৭৫ বছর বয়সী আহত এক বৃদ্ধ। হামলার সময়ই পুলিশের গুলিতে নিহত হন খালিদ মাসুদ।

অপরাধী হিসেবে খালিদ মাসুদের নাম আগে থেকেই ছিল পুলিশের খাতায়। ১৯৮৩ সালে প্রথমবারের মতো আইনত দোষী সাব্যস্ত হন তিনি। ২০০৩ সালে অস্ত্র রাখা এবং আক্রমণ চালানোর অভিযোগে তার সাজাও হয়েছিল।

বুধবার বিকেলে খালিদ মাসুদ ওয়েস্টমিনস্টার ব্রিজে পথচারীদের ওপর গাড়ি তুলে দেন। এতে দুজন নিহত ও অনেকে আহত হন। পরে গাড়ি থেকে বেরিয়ে পুলিশ কর্মকর্তা কিথ পামারকে ছুরিকাঘাত করেন তিনি।

Advertisement

লন্ডন আন্ডারগ্রাউন্ডে ২০০৫ সালের সন্ত্রাসী হামলার পর এটি ছিল লন্ডনে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে।

কেএ/এনএফ/এমএস