দেশজুড়ে

এক মুঠো ভাতের অভাবে হাসপাতালে বৃদ্ধ!

নুর মোহাম্মদ। সুস্থ শরীর। তারপরও রোগীর খাতায় নাম লিখিয়েছেন রাজশাহীর বাঘা পৌর এলাকার মিলিকবাঘার এই বৃদ্ধ।

Advertisement

৮৫ বছরের বৃদ্ধ নুর মোহাম্মদ প্রায় ছয় মাস ধরে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। এক মুঠো ভাতের জন্য হাসপাতালে তিনি। আত্মসম্মানবোধ থেকে নামতে পারেননি ভিক্ষায়। আর তাই বাধ্য হয়ে হতে হয়েছে রোগী। বৃহস্পতিবার আক্ষেপ করে তিনি জাগো নিউজকে এসব কথা জানান।

তিনি বলেন, প্রতি মাসে ৪০০ টাকা বয়স্ক ভাতা পান তিনি। এটিই এখন তার সম্পদ। যে ১০ কাটা জমি ছিল তা দখলে নিয়েছে ৫ ছেলে। তারপরও ভাত-কাপড়ের দায়িত্ব নেয়নি তারা। তার স্ত্রী রাজিয়া বেগমের বয়স (৭০)। এ বয়সে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। এছাড়া এক মাত্র মেয়ে মাঝে-মধ্যে মাকে দেখন। তারপরও দিন কাটে কষ্টে।

জানতে চাইলে বাঘা স্বাস্থ্যন্দ্রের চিকিৎসক ড. আসাদুজ্জামান জানান, নুর মোহাম্মদ গত ৬ মাস ধরে এই হাসপাতালে ভর্তি। তার বিশেষ কোনো অসুখ নেই। বার্ধক্য বিবেচনায় কিছু ভিটামিন দেয়া হচ্ছে।

Advertisement

তিনি বলেন, অনেক সময় তাকে ছাড়পত্র দেয়ার চেষ্টা করা হয়েছে। কথা উঠলেই তিনি হাত-পা ধরে কান্নাকাটি শুরু করেন। মানবিক কারণেই তাকে এখনো ভর্তি রাখা হয়েছে।

এআরএ/আরআইপি