ক্যাম্পাস

ঢাবিতে বৃত্তি পেলেন তিন শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তিন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. হাবিবা খাতুন বৃত্তি’ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টি থেকে বিএ স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য তারা এ বৃত্তি লাভ করেন।

Advertisement

বৃত্তিপ্রাপ্তরা হলেন- খান মাহবুব মোর্শেদ, মো. সানাউল্লাহ ও সাথী খাতুন। বৃহস্পতিবার উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

উপাচার্য বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. হাবিবা খাতুন ও বিভাগীয় শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement

উল্লেখ্য, অধ্যাপক ড. হাবিবা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক।

এমএইচ/এমআরএম/আরএস/জেআইএম