দেশজুড়ে

খুন ও ধর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটিতে খুন, গুম, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় সাধারণ মানুষ। রোববার সকাল ১০টায় শহরের তবলছড়ি বাজার এলাকায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করে স্থানীয় এলাকাবাসী।সম্প্রতি রাঙামাটি পর্যটন এলাকার হেডম্যানপাড়ায় পযটক যুগল লাঞ্চিত ও বিশাখা চাকমা খুনের ঘটনায় শহরে আতষ্ক বিরাজ করছে। সমাবেশে বক্তরা বলেন, রাঙামাটি শহরে পযটন এলাকার হেডম্যান পাড়া এখন সন্ত্রাসীদের আড্ডা খানা ও অপরাদ জগৎ হয়ে উঠেছে। এই এলাকায় প্রয়া প্রতি দিনই ঘটছে  কোন না কোন সন্ত্রাসী ঘটনা। যা অনেক সময় প্রকাশ পায় না। নিরাপত্তাহীনতায় দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা।অবিলম্বে এসব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানায় পার্বত্যবাসী।সমাবেশে বক্তব্য রাখেন- সংসদের মহিলা সংরক্ষিত আসনের সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, রাঙামাটি তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি জহির, মানবাধিকার কর্মী বিজয় রতন দে প্রমুখ।

Advertisement