খেলাধুলা

মেসি-হিগুয়েনদের চিলি পরীক্ষা

দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে খুব বেশি সুবিধা করতে পারছে না মেসি-হিগুয়েনদের আর্জেন্টিনা। এ অঞ্চল থেকে সরাসরি চারটি দল খেলবে রাশিয়া বিশ্বকাপে। সেখানে মেসিদের অবস্থান পাঁচে। তাই শীর্ষ চারে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে চিলির বিপক্ষে মাঠে নামবে মেসি-হিগুয়েন-ডি মারিয়ারা। আর্জেন্টিনার মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে ৫.৩০ মিনিটে।

Advertisement

২০১৫ এবং ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে এই চিলির কাছেই টানা হেরেছে আর্জেন্টিনা। তাই বিশ্বকাপ বাছাইয়ের সঙ্গে সঙ্গে ম্যাচটি অনেকটা প্রতিশোধেরও।

এবারের বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, মেসি খেলেছেন পাঁচটিতে। আলবেসেলিয়েস্তেরা জিতেছে শুধু ওই পাঁচ ম্যাচেই। মেসিবিহীন বাকি সাত ম্যাচের তিনটিতে হার আর চারটিতে ড্র করেছেন ডি মারিয়া-মাচেরানোরা।

তবে আজকের ম্যাচে জয় নিয়ে আশাবাদী আর্জেন্টিনা কোচ বাউজা বলেন,  `চিলি কঠিন প্রতিপক্ষ, তবে এ ম্যাচের ফল আমাদের পক্ষেই আসবে।` এছাড়া বাউজার জন্য স্বস্তির খবর হচ্ছে, চিলি তাদের সেরা দুই পারফরমারকে নিয়ে নামতে পারছে না। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না আর্তুরো ভিদাল আর ফিটনেস সমস্যায় আছেন অ্যালেক্সিস সানচেজ।

Advertisement

এমআর/পিআর