জাতীয়

তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এবং অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উপলক্ষে শনিবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ ঢাকা বিভাগীয় কমিটি জাতীয় জাদঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে।তিনি বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পরপরই তিনি বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। বঙ্গবন্ধুর আহ্বানে একটি সুসজ্জিত বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলতে যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো এবং মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সা’দাত সব ধরনের সহায়তা দেন।সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় ব্যারিস্টার সোহরাব হোসেন, মাহবুব উদ্দিন আহমেদ বীর প্রতিক, মুক্তিযোদ্ধা সুলতান মাহবুবুর রহমান বাদল, বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান পাখি প্রমুখ বক্তব্য রাখেন।আরএস/আরআই

Advertisement