বিশ্বের ২৮ দেশের ১০ বছর বয়সী কারিদের নিয়ে অনুষ্ঠিত কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল জীম টিভির কেরাত ও হিফজ রিয়েলিটি শো’তে অংশ গ্রহণ করে বাংলাদেশী কিশোর হাফেজ ইয়াকুব হোসাইন তাজ দ্বিতীয় স্থান অর্জন করেছে।
Advertisement
এবারের আসরে বাংলাদেশের ৪ কিশোর কারি গত ২৮ ফেব্রুয়ারি কাতার গমন করেন। তাদের মধ্যে হাফেজ ইয়াকুব হোসাইন তাজ ঢাকার তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার ৫ম শ্রেণির ছাত্র।
এ কিশোর হাফেজ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মো. হোসাইনের ছোট ছেলে। হাফেজ ইয়াকুব হোসাইন তাজ বড় হয়ে কুরআনের খাদেম এবং আলেম হতে চায়। সে দেশের সবার কাছে দোয়া প্রার্থী।
হাফেজ ইয়াকুব হোসাইন তাজ এ প্রতিযোগিতার আগে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বের ৯৬ দেশের প্রতিযোগীদের মাঝে ৫ম স্থান অধিকার করেন।
Advertisement
আল্লাহ তাআলা হাফেজ ইয়াকুব হোসাইন তাজকে পবিত্র কুরআনুল কারিমের খাদেম হিসেবে কবুল করুন। আমিন।
এমএমএস/পিআর