হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ প্রায় ৬৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
Advertisement
মঙ্গলবার বিভিন্ন সময় অভিযান চালিয়ে বিমানবন্দর এলাকা থেকে এসব সিগারেট জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বেল্টে অভিযান চালিয়ে মোহাম্মদ রাশেদুল হক নামে এক যাত্রীকে আটক করা হয়।
পরে স্ক্যানিং করে তার কাছ থেকে ২৫৩ কার্টনে মোট ৫০ হাজার ৬০০ শলাকা সিগারেট পাওয়া যায়। আটক রাশেদুলের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায়।
Advertisement
অন্যদিকে বিকেল সাড়ে ৫টার দিকে গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে ৬ মাস্টার কার্টন সিগারেট রেখে অজ্ঞাত পরিচয়ের যাত্রী পালিয়ে যান। পরে তার ব্যাগেজ থেকে পরিত্যক্ত অবস্থায় আমদানি নিষিদ্ধ এক লাখ ১৮ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেট ছয়টি বড় ব্যাগেজে রাখা ছিল।
সকাল-বিকেলের অভিযানে জব্দ হওয়া মোট ৮৪৩ কার্টন সিগারেটে আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৭ লাখ ৪৪ হাজার টাকা বলে জানান তিনি।
ড. মঈনুল খান বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না।
সিগারেটের উপর উচ্চ শুল্ককর পরিহার করতেই এভাবে সিগারেট আনা হয়েছে।
Advertisement
জেইউ/এমএমএ/বিএ