ক্যাম্পাস

জাবিতে এডুকেশন পার্লামেন্টের ছাত্র-শিক্ষক সংলাপ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে এডুকেশন পার্লামেন্টের উদ্যেগে ছাত্র-শিক্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

Advertisement

সংলাপে বিশ্ববিদ্যালয়ের র্যাগিং, হলের আবাসন সঙ্কট, কেন্দ্রীয় পাঠাগার আধুনিকায়ন, শিক্ষকদের মান উন্নয়ন, শিক্ষক নিয়োগে স্বচ্ছ প্রক্রিয়া, পরিবহন সঙ্কটসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুত সময়ে এই বিষয়গুলো সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানানো হয়।

সংলাপে প্রশাসনের পক্ষ থেকে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক সহযোগী অধ্যাপক বশির আহমেদ। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বলেন, আমরাও চাই শিক্ষার্থীদের মান আরও উন্নত হোক।

তাদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ছাত্র-ছাত্রীদের যেকোনো সমস্যায় পড়লে তাদের সহযোগিতার জন্য আমরা বদ্ধপরিকর।

Advertisement

কনভেনশন সেন্টার সম্পর্কিত প্রশ্নের উত্তরে অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বলেন, আমাদের দেশে অসংখ্য এমন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো বিভিন্ন ব্যক্তির নামে। বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা অনুদান দিয়েছেন তাদের নামে বিভিন্ন ভবনও রয়েছে। স্বনামধন্য ব্যবসায়ী এবং দানবীর কাদির মোল্লা আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি কনভেনশন সেন্টার স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং আমরা তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

সংলাপে এডুকেশন পার্লামেন্টের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজুল করিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঠনের নেতাকর্মীরা।

হাফিজুর রহমান/এএম/এমএস

Advertisement