জাতীয়

ক্ষতিপূরণ চেয়ে রানা প্লাজার শ্রমিকদের বিক্ষোভ

রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে আহত, নিখোঁজ ও নিহতদের স্বজনেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।রবিবার দুপুর ১২টার দিকে ধসেপড়া রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি এ কর্মসূচি পালন করে।সমাবেশে রানা প্লাজার শ্রমিক ও সংগঠনটির বক্তারা বলেন, ভবন ধসের ১৬ মাস পার হয়ে গেলেও এখনও যথাযথ ক্ষতিপূরণ পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও অনাহারে দিন কাটাচ্ছে। চিরতরে পঙ্গু হয়ে যাওয়া শ্রমিকদের পরিবারগুলো সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে। এ সময় তারা অবিলম্বে রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণ ও ভবন ধসের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানান।সমাবেশে ২৮ আগস্ট বিজিএমএ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। এতে রানা প্লাজার আহত শ্রমিক, নিহত ও নিখোঁজ শ্রমিকের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

Advertisement