অর্থনীতি

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল পাশ

জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল-২০১৪ পাশ হয়েছে। পাবর্ত চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বুধবার সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাস হয়।পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল জনগোষ্ঠীর সার্বিক আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার অভীষ্ট লক্ষ্য নিয়ে ১৯৭৬ সালে “দি চিটাগং হিল ট্রাক্টস ডেভেলপমেন্ট বোর্ড অর্ডিন্যান্স ১৯৭৬” জারীর মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সৃষ্টি করা হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করে তিনটি পার্বত্য জেলায় উন্নয়নের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকার ঘোষিত সব খাতেই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মুখ্য ভূমিকা পালন করছে।প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সব জনগোষ্ঠীর সার্বিক আর্থ সামাজিক উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন ও চলমান রাখার স্বার্থে এবং প্রতিষ্ঠানটির আইনগত ভিত্তি অব্যাহত রাখার লক্ষ্যে “দি চিটাগং হিল ট্রাক্টস ডেভেলপমেন্ট বোর্ড অর্ডিন্যান্স ১৯৭৬” রহিতপূর্বক সংশোধনসহ “পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল পাস গুরুত্বপূর্ণ ছিল। এটা পাস হওয়ায় পার্বত্য জেলাগুলোর মানুষের জীবনমানেরও উন্নয় হবে।

Advertisement