চিলির রাজধানী সান্টিয়াগোর কেন্দ্রস্থলে একটি নাইট ক্লাবে কনসার্ট চলাকালে ভবন ধসে দুজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। শুক্রবার সকালে কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপি।দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় ওএনইএমআইয়ের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে জানা যায় যে, কনসার্ট চলাকালে ভবনটির ধারণক্ষমতার চেয়ে বেশি লোক থাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রধান কর্মকর্তা হুগো ইনসুলজা জানান, এটা একটি অনুমোদিত ক্লাব। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ক্লাবটি থেকে দুই শতাধিক মানুষকে উদ্ধার করেছে।ওএনইএমআইয়ের এক কর্মকর্তা বলেন, ভেন্যুটি কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পরও আরো লোক সেখানে জড়ো হতে থাকে। তারা ভেতরে ঢোকার জন্য ধাক্কাধাক্কি শুরু করে। এর ফলে এর প্রাচীর ভেতরের মানুষের ওপর ধসে পড়ে। এ ঘটনায় ক্লাবের প্রশাসকদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এএইচ/আরআইপি
Advertisement