জাতীয়

দুদকের মামলায় জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন মহাজোট সরকারের সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। রোববার সকালে তিনি ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন। পরে তার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান মহানগর হাকিম ইমদাদুল হকের আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আগামী ১৩ অক্টোবর শুনানির পরবর্তী দিন রেখে ওই সময় পর্যন্ত মান্নান খানের জামিন মঞ্জুর করেন। অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত বৃহস্পতিবার আব্দুল মান্নান খানসহ মহাজোট সরকারের সাবেক দুই প্রতিমন্ত্রী ও বর্তমান এক এমপির বিরুদ্ধে মামলা করে দুদক। অন্য দু’জন হলেন- সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান ও কক্সবাজারের এমপি আব্দুর রহমান বদি। দুদকের উপ-পরিচালক আব্দুস সোবাহান, মো. নাসির উদ্দিন ও খায়রুল হুদা বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেন।

Advertisement