প্রবাস

মিশিগান বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশি নাইট’

মিশিগান অঙ্গরাজ্যের শাগিনাও ভ্যালি স্ট্যাট ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশ নাইট’ নামে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Advertisement

স্থানীয় সময় ১১ মার্চ শনিবার সন্ধ্যায় বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন সাদ্দাম বিন আব্দুল্লাহ। 

‘বাংলাদেশ নাইট’র প্রধান পৃষ্ঠপোষক মিশিগান বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ ড. দেবাশীষ মৃধা ও চিনু মৃধা। সংঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক খন্দকার আবির রহমান ছাড়াও ছিলেন মোহাম্মদ ইসলাম(শাহীন), পিনাক পানি দেসহ আরও অনেকে।

Advertisement

দুই পর্বের এ অনুষ্ঠানে প্রথম অংশে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে উপস্থাপনা করা হয়। দ্বিতীয় অংশে ছিল আধুনিক গান-নাচ।

গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন রুবাইয়াত হোসাইন সার্থক, সাদিয়া মেহজাবিন, এশা কাদের, নূর আলম, রাহুল প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অতিথিদের নিয়ে  নৈশভোজ করা হয়।

এমএমএ/এএইচ/এমএস

Advertisement