ক্যাম্পাস

জবিতে চলচ্চিত্র প্রদর্শনী শুরু বুধবার

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দু’দিনব্যাপী ‘মুক্তির ছবি’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী বুধবার (২২ মার্চ) শুরু হবে।

Advertisement

জবি চলচ্চিত্র সংসদ আয়োজিত এ উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।

মঙ্গলবার বিকেলে চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলচ্চিত্র প্রদর্শনীর প্রথমদিন বুধবার সকাল ১০টায় মানিক মানবিক পরিচালিত ‘শোভনের স্বাধীনতা’ এবং দুপুর ১২টা ৪০ মিনিটে মোর্শেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’ প্রদর্শন করা হবে।

Advertisement

দ্বিতীয় দিন ২৩ মার্চ সকাল ১০টায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মীজানুর রহমান।

ওইদিন সকাল ১১টায় শামীম আখতার পরিচালিত ‘রীনা ব্রাউন’ দেখানো হবে। আর জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত ‘মেঘমল্লার’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে দুপুর ১টায়।

এসএম/এমএমএ/এএইচ/আরআইপি

Advertisement