তৃতীয় বিশ্বের যে কোন দেশে নারী নির্যাতন বা নিগ্রহের ঘটনা নিয়ে সব সময় প্রথম বিশ্বের দেশগুলো নানা রকম সমালোচনা ও পরামর্শ দিয়ে থাকে। কিন্তু সেই প্রথম বিশ্বেই যদি ঘটে নারী নির্যাতনের ঘটনা তাহলে তাদের উপদেশ দেবে কে? সম্প্রতি এক তথ্যে জানা গেছে, প্যারিসে ট্রেনে সফরকালে সকল প্রায় নারীকেই হেনস্থার শিকার হতে হয়। বলা যায় দেশটির ট্রেনে নারীরা অরক্ষিত। দেশটির ৬০০ মহিলার উপর সমীক্ষা চালিয়ে এ তথ্য জানা গেছে। সমীক্ষায় অংশ নেওয়া শতাভাগ মহিলাই জানান, জীবনের কোনও না কোনও সময় তারা মেট্রো ট্রেনে সফরকালে হেনস্থার শিকার হয়েছেন। অনেকে তো নাবালিকা থাকাকালীনই এমন ঘটনার সাক্ষী হয়েছেন। তারা জানান, শারীরিক নিগ্রহের ক্ষেত্রে অভিযোগ জানিয়ে কাজ হলেও, ইভটিজিং বা শরীরে অবাঞ্ছিত স্পর্শ প্রমাণ করা সম্ভব হয়ে ওঠে না। তার ওপর সাক্ষীও জোটে না তেমন। ফলে বাধ্য হয়ে এগুলো হজম করতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী জানান, প্যারিসের পুরুষদের দেখে মনে হয় তারা কোনও কিছুতেই ঠিক কেয়ার করে না। মুখে কোনও কথা আটকায় না। কখনও ইচ্ছে করে ট্রেন ছেড়ে দিতে বাধ্য হই। অপেক্ষা করি, কোন ট্রেনে পুরুষের সংখ্যা একটু কম হবে। কারণ পুরুষ ভর্তি একটি ট্রেনে উঠলে তার পরিনাম কী হতে পারে তা আমার জানা আছে! সূত্র : ওয়েবসাইটএএইচ/এআরএস/এমএস
Advertisement