আন্তর্জাতিক

গণ্ডারের পাহারায় সশস্ত্রবাহিনী

পৃথিবীতে সাধারণত মানুষদের সশস্ত্র পাহারায় রাখা হয়। তবে সে হোক অপরাধী অথবা ভিভিআইপি। তবে কোন প্রাণীকে সশস্ত্র পাহারায় রাখার ঘটনা বিরল। তবে এমনটিই ঘটেছে কেনিয়ায়।  জানা গেছে, পৃথিবীর সর্বশেষ উত্তর সাদা পুরুষ গণ্ডারকে রক্ষার জন্য দেশটি ২৪ ঘণ্টা সশস্ত্র প্রহরার ব্যবস্থা গ্রহণ করেছে।  খবর সিএনএন। খবরে বলা হয়েছে, ১৯৬০ সালে পৃথিবীতে সাদা গণ্ডারের সংখ্যা ছিলো দুই হাজারের ও বেশী। ১৯৮৪ সালে তাদের সংখ্যা দাঁড়ায় মাত্র ১৫টি। এখন তাদের সংখ্যা মাত্র ৫টি। যার মধ্যে ১টি পুরুষ ও ৪টি মহিলা। তাই পুরুষ গণ্ডারকে বাঁচাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ৪২ বছর বয়স্ক এই পুরুষ গণ্ডারটির নাম সুডান। গণ্ডারটিকে কেন্দ্রীয় কেনিয়ার ওল পেজেঁটা কনজারভেন্সিতে সশস্ত্র পাহারায় রাখা হয়েছে।উল্লেখ্য, গত বছর আফ্রিকাতে ১,২১৫টি গণ্ডার মারা হয়েছিলো যা ২০১৩ সালের তুলনায় ২০% বেশী। এই প্রজাতীর গণ্ডারের শিং প্রতি কেজি বিক্রি করা হয় ৭৫ হাজার (ইউএসডলার) বাংলাদেশী টাকায় যার মূল্য ৫৮ লক্ষ তিন হাজার পাঁচশত টাকা। শিংয়ের ওজন সাধারণত এক থেকে চার কেজি পর্যন্ত হয়। এএইচ/এআরএস/এমএস

Advertisement