অর্থনীতি

ডিএসই’র পরিচালক হলেন হানিফ-আতাউর

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন দুই শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন রেপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. হানিফ ভূঁইয়া এবং সার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান।

Advertisement

মঙ্গলবার দিনভর ভোটগ্রহণ শেষে তাদের বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনে ডিএসই’র ২৪৫ জন ভোটারের মধ্যে ২২২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সর্বোচ্চ ১৪৯টি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন মো. হানিফ ভূঁইয়া। শরীফ আতাউর রহমান পান ১১৪ ভোট।

প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে ধানমন্ডি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান খান পান ৭৭ ভোট। ৮৮ ভোট পান কান্ট্রি স্টকের ব্যবস্থাপনা পরিচালক খাজা আসিফ আহমেদ।

Advertisement

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুস সামাদের নেতৃত্বে নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন- হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-উর-রশিদ এবং এম অ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মনজুর উদ্দিন আহমেদ।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শরীফ আতাউর রহমান জাগো নিউজকে বলেন, শেয়ারহোল্ডররা আমাকে পরিচালক নির্বাচিত করেছেন। আমি তাদের কল্যাণে সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করবো।

শেয়ার হোল্ডারদের ধন্যবাদ জানিয়ে আরেক বিজয়ী প্রার্থী মো. হানিফ ভূঁইয়া বলেন, শেয়ারহোল্ডার ও পরিচালকদের স্বার্থে কাজ করে যাবো।

এমএএস/এমএমএ/এমএআর/পিআর

Advertisement