রাজনীতি

বিএনপির সব কথার জবাব দিতে নেই : নাসিম

‘বিএনপি নেতাদের সব কথার জবাব দিতে নেই’ উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘তারা (বিএনপি নেতারা) এমন সব প্রশ্ন তোলেন, যা জবাব দিতে ইচ্ছে করে না।’

Advertisement

মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের আগে দেশে আবারও জঙ্গিবাদের উত্থান ঘটানো হচ্ছে’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে নাসিম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ বলেই জঙ্গি দমন সম্ভব হচ্ছে।’

তিনি বলেন, ‘ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। তারা মুক্তিযুদ্ধে সহায়তা না করলে এবং আশ্রয় না দিলে আরও লাখ লাখ মানুষ মারা যেত। মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্বীকার করে তাদের ধন্যবাদ দেয়া উচিত।’

Advertisement

কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে এ সময় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হবে বলেও জানান জোটের এ মুখপাত্র। তিনি বলেন, ওই দিন সকাল ১১টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে মিরপুর ১০ নম্বরে এক জনসভার আয়োজন করা হবে। ৩০ মার্চ যশোরের চুকনগরে আরেকটি জনসভা হবে।’

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান এ আওয়ামী লীগ নেতা। আসন্ন কুমিল্লা সিটি কর্পোরশেন ও গাইবান্ধার উপ-নির্বাচনে আওয়ামী লীগই জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ নাসিম।

২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সভায় ১৪ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এএসএস/এমএমএ/এমএআর/এমএস

Advertisement