খেলাধুলা

সাবাশ, সাবাশ বাংলাদেশ

ইতিহাসের সাক্ষী হয়ে রইল মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। ইতিহাসের সাক্ষী স্টেডিয়ামের হাজারো দর্শকও। দুর্দান্ত এক ম্যাচ দেখল দেশের ক্রিকেট প্রেমীরা। যার মাধ্যমে পূরণ হলো ১৬ বছরের অপূর্ণতা। সেই ১৯৯৯ সালে পাকিস্তান দলকে হারিয়েছিলো টাইগাররা। তারপর কতো অঘটনই না ঘটিয়েছে তারা। বাংলাওয়াশ করেছে অনেককে। তবে পারেনি পাকিস্তানকে হারাতে। কি ঘাটতি ছিলো, আজ বলা মুশকিল। হয়তোবা মানসিক চাপ। অনেক বেশি মানসিক চাপে পারেনি। কিন্তু শুক্রবার টাইগাররা সাবলীলভাবেই খেলে গেছে। টসে জেতা থেকে শুরু করে খেলার শেষ মুহুর্ত পর্যন্ত পুরোটাই যেন তাদের দখলে ছিল। টাইগারদের সঙ্গে ছিলো মাঠের দর্শক গ্যালারির অগণিত ক্রিকেটপ্রেমীর উল্লাস আর সমর্থন। আর এভাবেই রেকর্ড করে জয় উপহার দিলো টাইগাররা। সাবাশ বাংলাদেশ, সাবাশ টাইগার।বাংলাদেশের দেওয়া ৩৩০ রানের বড় লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নামে পাকিস্তান দল। শুরুটা কিছুটা সর্তকভাবে করলেও বাংলাদেশ দল চাপ তৈরিতে পিছু হটেনি। বোলিং এবং ফিল্ডিং দিয়ে পুরো সময়টা চাপে রেখেছেন পাকিস্তান দলকে। বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ৩২৯ রান করলেও পাকিস্তান সব উইকেট হারিয়ে সংগ্রহ করতে পার ২৫০ রান। ফলে বাংলাদেশ জয় পেলো ৭৯ রানের।উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন। এসএ/এসআর/একে/পিআর

Advertisement