হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপি কারা কর্তৃপক্ষ (আইজিপি) ও সিলেটের বিচারিক আদালতসহ সাত স্থানে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্ট সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
Advertisement
এর আগে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডের রিভিউ আবেদন খারিজের রায় মঙ্গলবার প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুজন হলেন- শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপন।
রায় প্রকাশের পর রায়ের অনুলিপি কঠোর নিরাপত্তার মধ্যে কুরিয়া সার্ভিসের মাধ্যমে কারা কর্তৃপক্ষ (আইজিপি), জেলা প্রশাসকের কার্যালয় (জেলা ম্যাজিস্ট্রেট), বিচারিক আদালত সিলেট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল কার্যালয়সহ সাত স্থানে পাঠানো হয়।
Advertisement
এর আগে মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় বহাল রাখেন আপিল বিভাগ। এছাড়া ১৯ মার্চ মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।
রিভিউ আবেদন খারিজ হওয়ার ফলে হান্নানসহ তিনজনের ফাঁসি কার্যকরে আর কোনো আইনি বাধা নেই বলে জানান আইনজীবীরা। তবে সর্বশেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানাতে পারবেন দণ্ডপ্রাপ্তরা।
২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রা.)-এর মাজার প্রাঙ্গণে আনোয়ার চৌধুরী ওপর গ্রেনেড হামলা হয়। ওই হামলায় ঘটনাস্থলেই পুলিশের এএসআই কামাল উদ্দিন নিহত হন এবং পুলিশ কনস্টেবল রুবেল আহমেদ ও হাবিল মিয়া নামের আরেক ব্যক্তি হাসপাতালে মারা যান।
এছাড়া আনোয়ার চৌধুরী ও সিলেটের তৎকালীন জেলা প্রশাসকসহ অন্তত ৭০ জন আহত হন।
Advertisement
এফএইচ/আরএস/এমএআর/এমএস