ক্যাম্পাস

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে রাবিতে মানববন্ধন

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। রোববার বেলা সাড়ে ১১ টার  দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে এই কর্মসূচি পালন করে।সমাবেশে বক্তরা বলেন, সারা দেশের মত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেয়েরা প্রতিনিয়ত নানা ভবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। এ ছাড়া ক্যাম্পাসে মেয়েরা সন্ধার পরে বাহির হতে পারে না, তারা সর্বত্র অতঙ্কে থাকে। শুধু ক্যাম্পাসে নয় সারা বাংলাদেশের মেয়েরা আজ নির্যাতনের শিকার হচ্ছে। তাই আমাদের সকলের ঘরে-বাইরে সর্বত্র সকল প্রকার নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।সামাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের অর্থ সম্পাদক তাসনোভা তাহরিন অন্তরার পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন, ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কনিকা গোপ, সামাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক মোহর আলী প্রমুখ।উল্লেখ্য, ১৯৯৫ সালে ২৪ আগস্ট জেসমিন নামের এক মেয়ে দিনাজপুরে পুলিশের হাতে গণধর্ষণের শিকার হয়ে মৃত্যু বরণ করে।

Advertisement