প্রবাস

মালয়েশিয়ায় ৩৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ৩৭ বাংলাদেশিসহ ৩৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সারাওয়াক প্রদেশে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

Advertisement

মালয়েশিয়ার অভিবাসন দফতরের মুখপাত্র মাসপাউন বোলহাসানের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর উপপ্রধান রোসলিয়াহ কাসিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে আাটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১৫৮ জন ইন্দোনেশিয়া, ১২৭ জন চীন, ৪৩ জন ভারত, ৭ জন ফিলিপাইন, ১ জন শ্রীলঙ্কা ও ৩ জন স্থানীয় নাগরিক। এদের মধ্যে ১১৯ জন পুরুষ ২ জন নারীর কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। এছাড়া ইন্দোনেশিয়ার ৪১ জন, ভারতের তিনজন এবং ফিলিপাইনের দু’জন নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও দেশটিতে অবস্থান করছিলেন।

বারনামা আরও জানায়, গত রোববার সারাওয়াক অভিবাসন দফতর মালয়েশিয়ার মুকানের বালিনগিয়ান এলাকায় একটি নির্মাণাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৮৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

Advertisement

এআরএস/জেআইএম