আন্তর্জাতিক

জাকির নায়েকের ১৮ কোটি টাকার সম্পদ জব্দ

জাকির নায়েকের ১৮ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ সম্পদ দক্ষিণ মুম্বাইয়ের ডংরিভিত্তিক এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের।

Advertisement

সন্ত্রাস বিরোধ আইনে তার বিরুদ্ধে করা মামলার বিষয়ে জানার জন্য আগামী ৩০ মার্চের মধ্যে সদর দফতরে হাজির হতে জাকির নায়েককে দ্বিতীয় নোটিশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)।

এর আগে চলতি মাসের ১৪ তারিখে বিতর্কিত এই ধর্মপ্রচারককে প্রথম নোটিশ পাঠানো হয়েছিল।

ঢাকার গুলশানে হলি আর্টিসানে হামলকারীদের কয়েকজন জাকির নায়েকের অনুসারী ছিলেন- এমন অভিযোগ ওঠার পর থেকে তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন। ধারণা করা হচ্ছে বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন।

Advertisement

অবশ্য সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন জাকির নায়েক।

কেএ/এনএফ/জেআইএম