জাতীয়

প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবি

জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করার দাবি জানিয়েছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন।

Advertisement

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ সময় মানববন্ধন থেকে বক্তারা ৮ দফা  দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য, দেশের সকল জেলার দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে হবে। দলিত জনগোষ্ঠীকে বিকল্প পেশায় উৎসাহিত করতে তাদের জন্য কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি সুনিল কুমার মৃধার সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক বিদুষ রায় সহ বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

এএস/এআরএস/জেআইএম