অর্থনীতি

সপ্তাহে দর পতনের শীর্ষে যমুনা ব্যাংক

সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে অবস্থান করছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেড। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাংকিং খাতের আরেক প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, গত সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়েছে। ১৪ এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখে সরকারি ছুটি থাকায় দেশের পুঁজিবাজার বন্ধ ছিল।  গেল চার কার্যদিবসে যমুনা ব্যাংকের প্রতিটি শেয়ারের দর কমেছে ১৯ দশমিক ৩৮ শতাংশ। সপ্তাহে প্রতিদিন এই ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ লাখ ৭৩ হাজার ৭৫০ টাকার। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৭৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার।সপ্তাহে দর পতনের দ্বিতীয় স্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। সপ্তাহে এই ব্যাংকটির শেয়ার দর কমেছে ১২ দশমিক ৭৩ শতাংশ। গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৪৯ লাখ ৪২ হাজার ৫০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহে চারদিনে কোম্পানিটির ১ কোটি ৯৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।দর পতনের মধ্যে থাকা অন্য কোম্পানির মধ্যে রয়েছে আর্গন ডেনিমসের ১০ দশমিক ৩৭ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৮ দশমিক ৭২ শতাংশ, পপুলার লাইফের ৮ দশমিক ৪৪ শতাংশ, চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৭ দশমিক ৩২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭ দশমিক ০৪ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৭৮ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের ৬ দশমিক ৫৫ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ১৮ শতাংশ।এসআই/বিএ/পিআর

Advertisement