খেলাধুলা

তামিমের শতক

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত শতক তুলে নিয়ে দুই বছরেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটালেন তামিম ইকবাল। শুক্রবার রাজধানীর মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে শতক তুলে নিয়ে ব্যাট হাতেই সমালোচকদের সমালোচনার জবাব দিলেন তিনি। ধারাবাহিক ব্যর্থতার কারণে সমালাচনার মুখে পড়া তামিম ইকবাল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপেও প্রত্যাশার প্রতিদান খুব একটা দিতে পারেননি। তবে পাকিস্তান সিরিজের আগে বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যানের ওপর আস্থা রাখেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্দিকা হাথুরুসিংহে। সিরিজের প্রথম ম্যাচেই শতক হাকিয়ে তার আস্থার প্রতিদান দেন তিনি। পাকিস্তানের বোলারদের ওপর ত্রাস ছড়িয়ে নিজের ব্যাটের ধার দেখালেন বাংলাদেশি উদ্বোধনী ব্যাটসম্যান।ম্যাচের প্রথম থেকেই সাবলীল ভঙ্গিতে খেলতে থাকেন চট্টগ্রামের এই ক্রিকেটার। পাকিস্তানি ফাস্টবোলার রাহাত আলি ও জুনায়েদ খানকে অফ ড্রাইভ ও স্কয়ার ড্রাইভে একের পর এক চার মেরে ফর্মে ফেরার ইঙ্গিত দেন তিনি। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বিশাল বিশাল ছক্কা হাঁকিয়ে মিরপুরের গ্যালারি মাতান তামিম। ১১২ বলে ১১ চার ও ২ ওভার বাউন্ডারিতে শতক পান তামিম। এ নিয়ে ১৪২ ওয়ানডেতে ৫ম শতকের মালিক হলেন তিনি। এছাড়া ২৮ অর্ধশতকও রয়েছে তার ঝুলিতে। এক ইনিংসে তামিমের সর্বোচ্চ রান ১৫৪।একে/পিআর

Advertisement