পূর্ব-মধ্য আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৪ যাত্রী আহত হয়েছেন বলে খবরে জানানো হয়েছে।
Advertisement
স্থানীয় সময় সোমবার বিকেল ৩টার দিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ওয়াউ বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিমানটি আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানের পাইলট রানওয়েতে ছিটকে পড়েন। যাত্রীরাও যে যার মতো বাইরে বের হওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানো-সহ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।
দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী বোনা গাইডেনসিও বলেন, ‘এ পর্যন্ত আমরা ১৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
Advertisement
এদিকে এক উদ্ধারকর্মীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে অধিকাংশ যাত্রী গুরুতর আহত হয়েছেন। দক্ষিণ সুদানের আই রেডিও জানায়, বিধ্বস্ত বিমান থেকে নয়জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএমএ/এমএআর/এমএস