আইন-আদালত

নিবন্ধনে উত্তীর্ণ ১২৫ জনের নিয়োগ কেন নয় : হাইকোর্ট

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১২৫ জন প্রার্থীকে মেধাক্রমের ভিত্তিতে নিয়োগ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, এনটিআরসিএ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

Advertisement

এ সংক্রান্ত এক রিটের শুনানিতে সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খায়রুল আলম।

এর আগে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগবঞ্চিত সোহেল রানাসহ ১২৫ জন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি গ্রহণ করে আদালত রুল জারি করেন।

এফএইচ/ওআর/এমএস

Advertisement