জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী এবং তার গাড়িচালক আনছার আলী নিখোঁজের তিন বছর পূর্ণ হলো আজ (শুক্রবার)। নিখোঁজ হওয়ার দীর্ঘ তিন বছর পার হলেও আজও তাদের কোনো সন্ধান মেলেনি। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর ইলিয়াস আলীর পরিবারে ভর করে দীর্ঘশ্বাসের কালোমেঘ। সন্তানহারা বৃদ্ধা মাকে সান্ত্বনা দিতে গ্রামের বাড়িতে দলের নেতাকর্মীরা ছুটে আসলেও এখন আর ইলিয়াস আলীর গ্রামের বাড়িতে নেতাকর্মীদের নেই তেমন কোনো আনাগোনা।এদিকে অনেকটা শয্যাশায়ী অবস্থায় ইলিয়াসের মা অপেক্ষার প্রহর গুণছেন পুত্রের জন্য। আর এখনো অঝোরে কাঁদছেন ছেলেকে না পাওয়ার বেদনায়। তবে মা ও স্ত্রী-সন্তানদের প্রত্যাশা ইলিয়াস আলী আবারও ফিরে আসবেন তাদের মাঝে।বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সংবাদ দেশের সর্বত্র ছড়িয়ে পড়লে সে সময় রাজপথে নেমে আসেন দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা। মিছিল, মিটিং, সভা, সমাবেশ, অবরোধ, হরতাল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় দলের পক্ষ থেকে। তবে দিন যতোই অতিক্রম করছে ইলিয়াস আলীকেও ভুলে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা।এদিকে ইলিয়াস আলীর মতো একজন রাজনীতিবিদ নিখোঁজ হওয়ার পেছনের কারণ আজও জানাতে পারেননি কেউ। সাধারণ মানুষের প্রশ্ন ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনছার আলীর সন্ধান কি আর পাওয়া যাবে? নাকি বিএনপি নেতা চৌধুরী আলম, চট্টগ্রামের জামাল উদ্দিন ও যুবলীগ নেতা লিয়াকত হোসেনের মতো হারিয়েই যাবেন তিনিও?নিখোঁজের রহস্য উদঘাটন না হওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠা আর হতাশায় রয়েছেন তার নিজ উপজেলা বিশ্বনাথের মানুষ। তারা বলেন, ইলিয়াস নিখোঁজসহ আলোচিত একাধিক ঘটনার কোনো ক্লু বের করতে পারেনি পুলিশ। অপরাধ সংঘটিত হওয়ার পর কী কারণে কারা ঘটিয়েছে? এসব খুঁজে বের করতে চরমভাবে ব্যর্থ হয়েছে প্রশাসন। তারা মনে করেন, এম ইলিয়াস আলীর নিখোঁজের রহস্য উদঘাটন করে জনসম্মুখে উপস্থাপন করতে না পারাটা সরকার ও প্রশাসনের বড় ব্যর্থতা।এমএম/এএইচ/বিএ/পিআর
Advertisement