বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করায় এবার ২৩৩ মেধাবী শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সোমবার ইউজিসির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
এতে বলা হয়, দ্বিতীয় বারের মতো বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করা মেধাবীদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দেওয়া হচ্ছে। আসছে ২২ মার্চ অর্থাৎ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ পদক দেওয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দেশের ২৯টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর/সিজিপিএপ্রাপ্ত ২৩৩ মেধাবী ছাত্র-ছাত্রীকে এ পদক দেয়া হবে।ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অথিতি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তথ্যমতে, ২০১৩ সালের জন্য ১১০ জন ও ২০১৪ সালের জন্য ১২৩ জন কৃতী শিক্ষার্থী এবার এ স্বর্ণপদক পাচ্ছেন।
এর আগে ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করে ইউজিসি। ২০০৫ সালে প্রথমবারের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৫৭ শিক্ষার্থীকে এ পদক দেয়া হয়।
Advertisement
এমএইচএম/এমএমএ/আরআইপি